বাকৃবিতে কর্মচারীদের প্রশিক্ষণ সমাপনিতে সনদ বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট এর ব্যবস্থাপনায় বাকৃবি কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ০৪ ফেব্রুয়ারী হতে ১৭ ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত পরিচালিত "প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা" এবং "বেসিকস অব মাইক্রোসফট অফিস" শীর্ষক ২টি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান ১৮ ফেব্রুয়ারী , ২০২৫ মঙ্গলবার দুপুর ১২.০০টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন এবং ট্রেজারার(অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. হুমায়ুন কবির। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জিটিআই এর সিনিয়র কোর্স-কোঅর্ডিনেটর প্রফেসর ড. মো: মোজাম্মেল হক, প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার ১ ড. এ.কে.এম. মাহবুবুর রশীদ,প্রধান প্রকৌশলী(ভারপ্রাপ্ত) মো: আতিকুর রহমান,প্রধান যন্ত্র প্রকৌশলী সালেহ আহমেদসহ অন্যান্য আমন্ত্রিত কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।জিটিআই পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে এবং লেকচারার তানিয়া আক্তার এবং লেকচারার মোঃ সবুজ রহমানের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে ৫ জন প্রশিক্ষণার্থী তাদের অভিব্যক্তি প্রকাশ করেন এবং বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থী কর্মচারীদের তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানের মাধ্যমে নিজেদের অপরিহার্যতা প্রমাণের তাগিদ দেন। তিনি এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মচারীগণ যেন নিজেদের স্মার্টনেস বাড়াতে পারে সে উপদেশ দেন এবং পরবর্তীতে তিনি অংশগ্রহণকারী কর্মচারীদের মাঝে সনদ বিতরণ করেন।
উল্লেখ্য, দুই সপ্তাহব্যপী ২টি প্রশিক্ষণ কোর্সে বাকৃবির বিভিন্ন শাখা থেকে মনোনীত ৫৫ জন কর্মচারী অংশগ্রহণ করেন।