logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে বাউরেস আয়োজিত গবেষণা অগ্রগতি-২০২৫ এর বার্ষিক কর্মশালা সমাপ্ত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে  'বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি রিসার্চ সিস্টেম(বাউরেস)এর উদ্যোগে  "বিএইউ রিসার্চ প্রগ্রেস ২০২৩-২০২৪" শীর্ষক বার্ষিক গবেষণা কর্মশালা  সমাপ্ত  হয়েছে।বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে ১৭ ফেব্রুয়ারী ২০২৫,সোমবার  রাত ১০টায় ৩ দিন ব্যাপী এই সম্মেলন সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ  হয়েছে। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল  হক ভূঁইয়া। 

উল্লেখ্য ,  তিনদিন ব্যাপী এই কর্মশালায় গবেষণায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতেপুরষ্কার প্রদান করা হয়। সবশেষে আমন্ত্রিত অতিথিবৃন্দের সৌজন্যে বিশেষ ডিনারের আয়োজন করা হয়। 

Publish Date: 17 Feb, 2025