logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে মাৎসবিজ্ঞান অনুষদের সম্প্রসারণ মাঠ সফরের ওরিয়েন্টেশন-২০২৫ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের উদ্যোগে মাৎসবিজ্ঞান অনুষদের ছাত্র-ছাত্রীদের সম্প্রসারণ মাঠ সফর এর ওরিয়েন্টেশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বি.এসসি. ফিসারিজ(অনার্স) লেভেল-৪ সেমিস্টার-১ (জানুয়ারি-জুন/২০২৪) এর ছাত্র-ছাত্রীদের সম্প্রসারণ মাঠ সফর উপলক্ষে ১০জুলাই ২০২৫, বৃহষ্পতিবার বিকাল ৩.০০টায় অনুষদের নিচ তলায় ৪নং গ্যালারীতে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার। কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোছা: জান্নাতুন নাহার মুক্তার সভাপতিত্বে এবং লেকচারার মো: আসিফুর রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার।আরো বক্তব্য রাখেন ফিসারিজ টেকনোলজি বিভাগের প্রফেসর ড.মো: নুরুল হায়দার,কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মো: জিয়াউল হক। এছাড়াও দুইজন ছাত্র-ছাত্রী তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে মাৎসবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার এই মাঠ সফরের গুরুত্ব উল্লেখ করে উপস্থিত শিক্ষার্থীদের সকলের জন্য শুভকামনা জ্ঞাপন করেন।তিনি প্রত্যেক শিক্ষার্থীকে মাঠ সফরের ৬ দিন অত্যন্ত নিষ্ঠার সাথে সঠিক সময়ে অর্পিত দায়িত্বগুলো পালনের পরামর্শ প্রদান করেন এবং তাদের সাথে থাকা শিক্ষকদের নির্দেশনা মেনে চলার উপদেশ প্রদান করেন। তিনি আশা করেন যে মাঠ সফরের এই দিনগুলোর অভিজ্ঞতা প্রতিটা শিক্ষার্থীর ভবিষ্যত কর্মজীবনে কাজে লাগবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দিনসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
উল্লেখ্য, মৌলভিবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়া এই তিনটি উপজেলায় ৬ দিনের এই সম্প্রসারণ মাঠ সফরে ৭জন শিক্ষকসহ সর্বমোট ১১১জন শিক্ষার্থী রয়েছেন ।

Publish Date: 10 Jul, 2025