logo

Bangladesh Agricultural University (BAU)

জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভাইস-চ্যান্সেলর এর বাণী

প্রিয় মাতৃভূমি বাংলাদেশ রাষ্ট্রের কষ্টার্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব সমুন্নত রাখতে এবং গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে নিরন্তর সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনের জন্য আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ দুটি দিন শহীদ আবু সাঈদ এর স্মৃতি বিজড়িত 'জুলাই শহীদ দিবস' (১৬ জুলাই) ও ফ্যাসিস্ট দুঃশাসনের পতনের প্রত্যয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' (৫ আগস্ট) আমাদের সকলকে নতুন করে শপথবদ্ধ করে। ২০২৪ এর জুলাই-আগস্ট আমাদের মুক্তিকামী জনগণের আত্মত্যাগ, সাহস ও গণতান্ত্রিক চেতনাকে স্মরণ করিয়ে দেয়; মনে করিয়ে দেয় গণমানুষের সাহসী অভ্যুত্থান ও গণজাগরণের কথা। জনগণ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তাদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়েছিল। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে এই দিবস দুটি যুগান্তকারী ভূমিকা রেখেছে এবং প্রমাণ করেছে যে- কোন স্বৈরাচারী শক্তিই চিরস্থায়ী নয়, জনগণই সকল ক্ষমতার উৎস।

আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের, যাঁরা গণতন্ত্র, ন্যায় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন। একইসাথে আমরা ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে স্বৈরশাসনের বিরুদ্ধে গণজাগরণের অবিস্মরণীয় অধ্যায়কে স্মরণ করি, যা মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে আরও বেগবান করেছে, আজকের এই দিনে তাঁদের সবার প্রতি গভীর শ্রদ্ধা, সমবেদনা ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের দ্রুত আরোগ্য কামনা করছি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সর্বদা গণতান্ত্রিক চেতনায় উদ্ভাসিত থেকে সুশিক্ষা, গবেষণা ও সম্প্রসারণের পাশাপাশি সমাজ পরিবর্তনে ও রাষ্ট্রের প্রয়োজনে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখে চলেছে। আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এই চেতনা লালন করে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে শিক্ষা-গবেষণা ও সমাজ বিকাশে ভূমিকা রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। এই ঐতিহাসিক দিবসগুলো আমাদের সকলকে প্রেরণা জোগায় যেন আমরা মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অন্যায়, দুর্নীতি ও জুলুমের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারি।

শহীদদের স্বপ্ন পূরণের মধ্যেই আমাদের বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হোন।



জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস  উপলক্ষে  ভাইস-চ্যান্সেলর এর বাণী

Publish Date: 15 Jul, 2025