logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে শিক্ষকদের 'ইলেকট্রনিক গভার্নমেন্ট প্রকিউরমেন্ট(ই-জিপি)' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট এর কম্পিউটার ল্যাবে ২৬মে ২০২৫, সোমবার সকাল ১০.০০ টায় "ইলেকট্রনিক গভার্নমেন্ট প্রকিউরমেন্ট(ই-জিপি)'শীর্ষক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের উদ্যোগে এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার অর্থায়নে আয়োজিত কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক ও পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দীন ভূঞা। এছাড়া রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস প্রণয় কুমার পাল, বিসিএস(অডিট এন্ড একাউন্টস)। আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহেদ রেজার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আহমেদ খায়রুল হাসান ও সোনালী দলের সভাপতি প্রফেসর ড. মো: আলী রেজা ফারুক ।প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত প্রশিক্ষনার্থী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন বর্তমান বিশ্ব-ব্যবস্থাপনায় প্রশিক্ষণের কোনো শেষ নেই।আসলে বাস্তবতার নিরিখে এখনকার সময়ে আমরা যদি প্রতিটি নতুন বিষয়ে ওয়াকিবহাল না হই কিংবা দক্ষতা অর্জন না করি তাহলে যুগের সাথে তাল মেলাতে না পেরে আমরা পিছিয়ে যাব। তিনি এই প্রশিক্ষণের সফলতা কামনা করে প্রশিক্ষণার্থীদেরকে মনোযোগের সাথে এই প্রশিক্ষণ সম্পন্ন করতে পরামর্শ দেন। তিনি প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান তাদের পেশাগত জীবনে বাস্তবায়নে গুরুত্বারোপ করেন ।
উল্লেখ্য , ৩ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৫জন শিক্ষক অংশগ্রহণ করেন ।

Publish Date: 26 May, 2025