বাকৃবিতে নতুন ৫টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন এবং ১টির শুভ উদ্বোধন করলেন ভাইস চ্যান্সেলর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ২৪ মে ২০২৫, শনিবার ৫টি নতুন উন্নয়ন প্রকল্পের (বহুতল গাড়ি পার্কিং ভবন, নিরাপত্তা শাখার জন্য প্রশাসনিক ভবন, কেন্দ্রীয় মন্দিরে নাটমন্দির নির্মাণ, ক্লিনারদের জন্য আবাসিক ভবন এবং কেন্দ্রীয় মসজিদের প্রধান ফটকসহ উন্নয়ন কাজ) ভিত্তি প্রস্তর স্থাপন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভুইঁয়া। তিনি একইসাথে পরিকল্পনা ও উন্নয়ন শাখার ২য় তলায় আইসিটি সেল এর জন্য নির্মিত নতুন ফ্লোরের শুভ উদ্বোধন করেন। দিনের শুরুতে সকাল ১০.০০টায় পরিবহন শাখায় গাড়ি পার্কিং বিষয়ক সংকট নিরসনে উক্ত শাখায় ৮৪টি গাড়ি পার্কিং সুবিধা সম্বলিত (ফ্লোর এরিয়া১০৩৪ বর্গমিটার) ১২ কোটি ৯৫ লক্ষ ৮৯ টাকা চুক্তি মূল্যে একটি ৩ তলা আধুনিক পার্কিং ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সকাল ১০.২০ মিনিটে নিরাপত্তা শাখার জন্য ৭কোটি ৭৪লক্ষ ৬২ হাজার ১০০টাকার চুক্তি মূল্যে তিন তলা বিশিষ্ট প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় মন্দিরে ৫৫ লক্ষ ১৮ হাজার ৮০০টাকা চুক্তি মূল্যে নাট্যমন্দির ও ওয়াসিং কর্ণারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সকাল ১০.৪০টায় ৪র্থ শ্রেণির কর্মচারী (শুধুমাত্র ক্লিনার)দের আবাসন সুবিধা নিশ্চিতের লক্ষ্যে লিফটসহ অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ২২৬.৭৭ বর্গমিটার ফ্লোর এরিয়ার একটি ৬তলা ভবন ৬ কোটি ৪৭ লক্ষ ১৯ হাজার ৯০০টাকা চুক্তি মূল্যে নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের আবাসনে এখনো লিফট চালু না হলেও, ক্লিনারদের জন্য নির্মিতব্য আবাসিক ভবনে লিফট সহ আধুনিক সুযোগ সুবিধা সংযোজন করে অনন্য নজির স্থাপন করেছে বাকৃবি প্রশাসন।
পরবর্তীতে ভাইস-চ্যান্সেলর পরিকল্পনা ও উন্নয়ন শাখার ২য় তলায় নির্মিত আইসিটি সেলের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন এবং সর্বশেষে বাকৃবি কেন্দ্রীয় মসজিদের প্রধান গেইট, ওজুর স্থান ও ঈদগাহ মাঠ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময়ে অন্যান্যের মাঝে ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মো: বাহানুর রহমান, কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মাসুম আহমাদ, পশু পালন অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. রুহুল আমীন, মাৎসবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো:মোশাররফ উদ্দীন ভূঞা, প্রক্টর প্রফেসর ড. আব্দুল আলীম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার, নিরাপত্তা কাউন্সিল পরিচালক প্রফেসর ড. মো: আরিফুল ইসলাম, পরিবহন পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, আইসিটি সেল পরিচালক প্রফেসর ড. মো: রোস্তম আলী, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান, কৃষি মিউজিয়াম এর পরিচালক কৃষিবিদ মনির উদ্দীন আহাম্মেদ, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, প্রধান যন্ত্র প্রকৌশলী সালেহ আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহঃ এনামুল হকসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।