logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে পূবালী ব্যাংক কর্তৃক দুইটি মাইক্রোবাসের চাবি হস্তান্তর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে ২০ মে ২০২৫, মঙ্গলবার দুপুর ১২.০০টায় পূবালী ব্যাংক পিএলসি এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দুটি মাইক্রোবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পূবালী ব্যাংক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার উদ্যোগে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন। প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির এবং পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো: শাহনেওয়াজ খান।এছাড়াও আরো উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান, ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো: বাহানুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার ,বাউরেস পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান, প্রফেসর ড. মো: মাসুম আহমাদ, প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং পূবালী ব্যাংক পিএলসি'র বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে বাকৃবির প্রতি তাদের আন্তরিকতাপূর্ণ সহযোগীতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও পূবালী ব্যাংক এধরণের সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Publish Date: 20 May, 2025