logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন

বৃক্ষ আমাদের পরম বন্ধু, গাছের অস্তিত্ব মানে প্রাণের অস্তিত্ব। পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে টেকসই বাংলাদেশ বিনির্মাণে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। সে লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) এর শহীদ মিনার প্রাঙ্গণে ২০ মে ২০২৫, মঙ্গলবার মাসব্যাপী বৃক্ষরোপন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদ্বয় বাকৃবি শহীদ মিনার প্রাঙ্গণে ৪টি পলাশ গাছের চারা রোপণ করে মাসব্যাপী এই কার্যক্রমের শুভ সূচনা করেন। উক্ত বৃক্ষ রোপণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো: বাহানুর রহমান, বাউরেস পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান ,শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার ,প্রফেসর ড. মো: মাসুম আহমাদ,রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন,ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির, প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ, বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর প্রফেসর ড. মো: নেছার উদ্দীনসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং পূবালী ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, পূবালী ব্যাংকে পিএলসি এর অর্থায়নে এবং বাকৃবি ছাত্র বিষয়ক বিভাগের তত্ত্বাবধানে মাসব্যাপী এই কার্যক্রমে আট শতাধীকবিভিন্ন প্রকারের বৃক্ষের চারা অত্র বিশ্ববিদ্যালয়ে রোপণ করা হবে।

Publish Date: 20 May, 2025