logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী সোমবার(১২মে ২০২৫) বিকাল ৫.০০টায় ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। টুর্নামেন্ট কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হকের সভাপতিত্বে এবং ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক কৃষিবিদ মো: আসাদুল হক সজলের সঞ্চালনায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মো: রুহুল আমীন, রেজিস্ট্রার কৃষিবিদ ড.মো: হেলাল উদ্দীন, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ূন কবির, প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম । এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার,সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আহমেদ খায়রুল হাসান, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ। খেলা শেষে টুর্নামেন্ট কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। ছাত্রী হলগুলোর মাঝে চ্যাম্পিয়ন হয়েছে তাপসী রাবেয়া হল এবং রানার আপ সুলতানা রাজিয়া হল।মেয়েদের মাঝে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে তাপসী রাবেয়া হলের তাসফিয়া আলম ঐথী। ছাত্রদের মাঝে চ্যাম্পিয়ন হয়েছে মাওলানা ভাসানী হল এবং রানার আপ হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল। ছেলেদের মাঝে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে মাওলানা ভাসানী হলের শামীম হোসাইন।
উল্লেখ্য, ০৫-১২ মে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় বাকৃবির ১৪টি হলের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

Publish Date: 12 May, 2025