logo

Bangladesh Agricultural University (BAU)

আত্ম-সমালোচনার পাশাপাশি আত্ম-উন্নয়নেও মনোনিবেশ করতে হবে- শিক্ষকদের উদ্দেশ্যে বাকৃবি ভিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি) এর তত্ত্বাবধানে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে ০৮ মে ২০২৫, বৃহস্পতিবার দুপুর ০২.৩০টায় আইকিউএসি কনফারেন্স রুমে 'Pathways to enhance BAU's position in world University ranking' শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: সামছুল আলম, কো-অর্ডিনেটর উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি এবং বাউরেস পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান। প্রশিক্ষণের রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ। আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় বিশেষ অতিথিদ্বয় তাঁদের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ভবিষ্যতে বিশ্ব র্যাংকিং এ বাকৃবির অবস্থান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালার গুরুত্ব তুলে ধরেন। তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের অগণিত শিক্ষকবৃন্দের ঈর্ষণীয় সফলতার পরও কিছু টেকনিক্যাল বিষয়ে ব্যক্তিগত অবহেলার দরুণ বিশ্ব র্যাংকিং এ বাকৃবি পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেন। তিনি উপস্থিত সকল শিক্ষকদের আত্নসমালোচনা এবং আত্নউন্নয়নের পরামর্শ দেন।
উল্লেখ্য, বাকৃবির বিভিন্ন বিভাগের মোট ৬০জন শিক্ষক উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।

Publish Date: 08 May, 2025