বাকৃবিতে শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠিত


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখার উদ্যোগে এবং ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল(আইকিউএসি) এর তত্ত্বাবধানে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে ০৫ মে ২০২৫, সোমবার সকাল ১০.০০টায় আইকিউএসি কনফারেন্স রুমে 'পাবলিক প্রকিউরমেন্ট এক্টস এন্ড রেগুলেশনস' শীর্ষক তিন দিনব্যাপী(৫-৭এপ্রিল) এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দীন ভূঞা ও প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম। প্রশিক্ষণের রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মো: আহসানুল হক চৌধুরী। আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: শাহেদ রেজার সঞ্চালনায় বিশেষ অতিথিদ্বয় তাঁদের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার বলেন ,পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শিক্ষকতা এবং গবেষণা কার্যক্রমে যথেষ্ঠ দক্ষ কিন্তু সরকারি ক্রয় নীতিমালা পরিচালনায় কিছুটা দূর্বল রয়েছে যা এই প্রশিক্ষণের মাধ্যমে দূরীভূত হবে। প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে প্রফেসর ড. মো: শহীদুল হক উপস্থিত সকল প্রশিক্ষণার্থীদের জন্যে শুভ কামনা জানান। তিনি এই প্রশিক্ষণের গুরুত্ব উল্লেখ করে বলেন অধিকাংশ শিক্ষক বিভিন্ন গবেষণা কার্য়ক্রমের সাথে জড়িত আছেন যেখানে সরকারি অর্থের সংশ্লিষ্টতা রয়েছে। তিনি সরকারি অর্থের সঠিক ব্যবহার ও স্বচ্ছতার সাথে ব্যায় নিশ্চিতের জন্য সরকারি ক্রয় নীতিমালা বিষয়ক এই ট্রেনিং শিক্ষকদের জন্যে খুবই কাজে লাগবে বলে জানান ।
উল্লেখ্য, বাকৃবির অধিকতর উন্নয়ন প্রকল্পের অর্থায়নে পরিচালিত উক্ত কর্মশালায় বিভিন্ন বিভাগের মোট ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেছেন।