logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে ৬ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগার ও NITUB কর্তৃক আয়োজিত ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শনিবার (৩ মে ২০২৫) শুরু হয়েছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন। প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড মো: শহীদুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নিলুফার নাহার। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী, প্রকৌশলী আজিজ আহমেদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগী পরিচালক প্রফেসর ড. মাহমুদুল আলম।
৩ থেকে ৮মে ২০২৫, ৬দিনব্যাপী অনুষ্ঠিতব্য বাকৃবি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১৮জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ নিয়েছে।

Publish Date: 03 May, 2025