আইন মেনে দায়িত্ববোধ, নিষ্ঠা ও সততার সঙ্গে সেবা প্রদান করতে হবে- কর্মকর্তাদের উদ্দেশ্যে বাকৃবি ভিসি


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পনা ও উন্নয়ন শাখার উদ্যোগে এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই) এর তত্ত্বাবধানে ২৭-২৯ এপ্রিল ২০২৫ "মর্ডান অফিস ম্যানেজমেন্ট" শীর্ষক প্রশিক্ষণের সমাপনী এবং সার্টিফিকেট বিতরণী ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার বিকেল ৪.০০টায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহযোগী পরিচালক প্রফেসর ড. দীন ইসলাম। জিটিআই পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়া এর সভাপতিত্বে এবং প্রফেসর ড. এ কে এম রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: মোজাম্মেল হক, উপ-পরিচালক কৃষিবিদ এ কে এম তোফায়েল আহমেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, প্রশিক্ষণের কোন বিকল্প নেই এবং এর মূল উদ্দেশ্য হলো বর্তমান জ্ঞানকে আরো শানিত করে অফিসের প্রয়োজনে কাজে লাগানো। তিনি বলেন যে, একটা পরিবর্তীত পরিস্থিতিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছি- সমাজে ২০২৪ এর জুলাই-আগস্টের পূর্বে সংঘটিত সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে সত্যনিষ্ঠ ও ন্যায়ভিত্তিক প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠিত করার জন্যে। তিনি এই প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে কর্মকর্তাবৃন্দকে সর্বোচ্চ সততা এবং নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, বাকৃবির অধিকতর উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ৩ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার ২৫জন কর্মকর্তা অংশগ্রহণ করেন ।