logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে "শীতকালীন সবজি চাষ কর্মসূচী ২০২৪- ২০২৫" এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) এর আয়োজনে কৃষক কৃষাণীদের মাঝে "শীতকালীন সবজি চাষ কর্মসূচী ২০২৪- ২০২৫" এর পুরষ্কার বিতরণী (২৮ এপ্রিল ২০২৫) সোমবার সকাল ১১ঃ০০ টায় চাষি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাউএক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম এর পরিচালক প্রফেসর ড. মোঃ হাম্মাদুর রহমান, বাউ-জার্মপ্লাজম সেন্টারের পরিচালক ও অনুষ্ঠিত কর্মসূচীর মূল্যায়ন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান এবং বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান তিনটি কার্যক্রম- শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ এর মধ্যে অন্যতম অনুসঙ্গ 'সম্প্রসারণ' কার্যক্রম আরো বিস্তৃত করার বিষয়ে প্রধান অতিথি নির্দেশনা প্রদান করেন এবং দেশের খাদ্য নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখার লক্ষ্যে কৃষক কৃষাণীদের অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও অতিথিবৃন্দ অনুষ্ঠানে আগত কৃষক কৃষাণীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বাউএক এর সিনিয়র ম্যানেজার কৃষিবিদ মুহাম্মদ হুমায়ূন কবীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ সাইদুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন বাকৃবির সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রধান সহযোগী প্রফেসর ড. মোছাঃ জান্নাতুন নাহার মুক্তা এবং জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৭৮ জন কৃষক-কৃষাণী উক্ত কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।

Publish Date: 28 Apr, 2025