সরকারি টাকায় অর্জিত প্রশিক্ষণের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-কর্মকর্তাদের উদ্দেশ্যে বাকৃবি ভাইস-চ্যান্সেলর


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পনা ও উন্নয়ন শাখার উদ্যোগে "মর্ডান অফিস ম্যানেজমেন্ট" শীর্ষক তিন দিনব্যাপী (২৭-২৯ এপ্রিল) প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই)। আজ ২৭ এপ্রিল ২০২৫, রবিবার জিটিআই শ্রেণিকক্ষে সকাল ৯.৩০ টায় এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দীন ভূঞা। জিটিআই পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে এবং প্রফেসর ড. এ কে এম রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন, পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহযোগী পরিচালক প্রফেসর ড. দীন ইসলাম প্রমুখ। প্রশিক্ষণের ১ম দিনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ।প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত প্রশিক্ষনার্থীদের শুভেচ্ছা জানিয়ে উক্ত ট্রেনিংয়ের প্রতিটি বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত প্রকাশ করেন এবং প্রশিক্ষণার্থীদেরকে কর্মদক্ষতা বৃদ্ধি এবং সময়ানুবর্তিতা কঠোরভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত বেতনে যেহেতু আমাদের পারিবারিক জীবন নির্বাহ হয় সেহেতু এই প্রতিষ্ঠানকে নিজের পরিবারেরই অংশ হিসেবে বিবেচনা করে সর্বোচ্চ সেবা প্রদানের মানসিকতা অর্জন করতে হবে। তিনি এই প্রশিক্ষণের সফলতা কামনা করেন এবং প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রতিটি প্রশিক্ষণার্থীকে সঠিকভাবে মূল্যায়নের পরামর্শ দিয়ে বলেন যে, জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত প্রশিক্ষণ অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।
উল্লেখ্য, বাকৃবির অধিকতর উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ৩ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার ২৫জন কর্মকর্তা অংশগ্রহণ করেন ।