logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পনা ও উন্নয়ন শাখার উদ্যোগে এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট(জিটিআই) এর আয়োজনে ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার জিটিআই শ্রেণিকক্ষে সকাল ১০.০০ টায় 'উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ ও বাস্তবায়ন' শীর্ষক তিন দিনব্যাপী(২২-২৪ এপ্রিল ২০২৫) প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দীন ভূঞা। জিটিআই পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে এবং সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: মোজাম্মেল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার ও জিটিআই এর প্রফেসর এ.কে.এম. রফিকুল ইসলাম। প্রশিক্ষণের ১ম দিনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ড. রণজিৎ কুমার সরকার। প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা জানিয়ে এই প্রশিক্ষণের গুরুত্ব আরোপ করেন এবং প্রত্যেক প্রশিক্ষণার্থীদের তাদের কর্মজীবনে এই ট্রেনিং থেকে প্রাপ্ত জ্ঞানের পরিস্ফুটনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের জন্যে বিভিন্ন প্রকল্প প্রণয়নসহ পেনশন ভোগীদের কার্যক্রম অটোমেশনে নিয়ে আসা, এই বিশ্ববিদ্যালয় পরিস্কার পরিচ্ছন্ন রাখার একটি স্থায়ী ব্যবস্থাপনা ইত্যাদি বাস্তবায়নের পরামর্শ দেন যেন ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথা সমাজ তাদেরকে মনে রাখে।
উল্লেখ্য, বাকৃবির অধিকতর উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ৩ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৫জন শিক্ষক অংশগ্রহণ করেন ।

Publish Date: 22 Apr, 2025