বাকৃবিতে শিক্ষা বিভাগীয় প্রধানদের নিয়ে আইকিউএসি'র কর্মশালা অনুষ্ঠিত


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল(আইকিউএসি)এর উদ্যোগে অত্র বিশ্ববিদ্যালয়ের সকল ডিন এবং শিক্ষা বিভাগীয় প্রধানবৃন্দের অংশগ্রহণে ২০ এপ্রিল ২০২৫, রবিবার সকাল ১০.৩০টায় আইকিউএসি কনফারেন্স রুমে "এডাপটেশন এন্ড ইমপ্লিমেন্টেশন অব বিএনকিউএফ '' শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির। অনুষ্ঠানে কী নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এস. এম. কবীর। আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রফেসর ড. মো: শাহেদ রেজাসহ অতিথিবৃন্দ। প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত সকল প্রশিক্ষণার্থীদের জন্যে শুভকামনা জানিয়ে এই প্রশিক্ষণের গুরুত্ব উল্লেখ করেন। তিনি প্রশিক্ষণার্থীদেরকে সংখ্যার চেয়ে গুনগত মানের দিকে অধিক মনোনিবেশের আহবান জানান। গুনগত মান অর্জনের মাধ্যমে কাংখিত লক্ষমাত্রায় পৌছার ক্ষেত্রে এই কর্মশালা প্রশিক্ষনার্থীদেরজন্য সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, উক্ত কর্মশালায় ডিনবৃন্দসহ সর্বমোট ৫২ জন শিক্ষা বিভাগীয় প্রধান অংশগ্রহণ করেন।