বাকৃবিতে কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনীতে সার্টিফিকেট বিতরণ


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পনা ও উন্নয়ন শাখার উদ্যোগে এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই) এর তত্ত্বাবধানে ১৫-১৭ এপ্রিল ২০২৫ 'উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ ও বাস্তবায়ন' শীর্ষক প্রশিক্ষণের সমাপনী এবং সার্টিফিকেট বিতরণী ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার বিকেল ৪.০০টায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন। জিটিআই পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়া এর সভাপতিত্বে এবং কোর্স-কোঅর্ডিনেটর প্রফেসর ড. এ কে এম রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: মোজাম্মেল হক, বাউএক পরিচালক প্রফেসর ড. মো: নাছিরউদ্দিন, পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহযোগী পরিচালক প্রফেসর ড. দীন ইসলাম এবং জিটিআই এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত প্রশিক্ষণার্থীদের কর্মজীবনে এই প্রশিক্ষণ কাজে লাগলে তা প্রশাসনের স্বার্থকতা হবে বলে উল্লেখ করেন। তিনি প্রশিক্ষণার্থীদেরকে অফিস সময়ের বাইরেও এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কিভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিস্কার পরিচ্ছন্ন রাখা যায় সে ব্যাপারে কর্মপরিকল্পনা তৈরীর পরামর্শ দেন এবং এই প্রশিক্ষণ কর্মকর্তাদের ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে আরো কাজে লাগবে এই আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য , বাকৃবির অধিকতর উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ৩ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার ২৫জন কর্মকর্তা অংশগ্রহণ করেন ।