logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে বাউএক আয়োজিত ‘দেশীয় জাতের মোরগ-মুরগি বিতরণ কর্মসূচী-২০২৫ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) এর আয়োজনে কৃষক কৃষাণীদের মাঝে ‘দেশীয় জাতের মোরগ-মুরগি বিতরণ কর্মসূচী-২০২৫ (১৬ এপ্রিল ২০২৫) বুধবার সকাল ১০ঃ০০ টায় চাষি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাউএক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া । তিনি আগত কৃষক কৃষাণীদের মাঝে বাকৃবি উদ্ভাবিত দেশীয় জাতের মোরগ-মুরগি বিতরণ করেন এবং তিনি তাদের উদ্দেশ্যে বলেন এই মুরগি সাধারণ কোন মুরগি নয়, বাকৃবির গবেষকগণ দশ থেকে পনের বছর নিরবিচ্ছিন্ন গবেষণার মাধ্যমে মুরগির এ উন্নত জাত আবিষ্কার করেছে যা আজ আপনাদের দেয়া হয়েছে। এই মুরগি ১৭০-১৮০ টি ডিম দিবে , তিনি মাস্টর্সের শিক্ষার্থীদের এই কর্মসূচী তদারকির দায়িত্ব দেয়ার জন্য বাউএক কতৃপক্ষকে নির্দেশ দেন। তিনি এই মুরগি থেকে প্রাপ্ত কয়েকটি ডিম প্রতিবেশিদের বিনামূল্যে বিতরণ করার আহবান জানান।
বাউএক এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোঃ এনামুল হক সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পোল্ট্রি ফার্মের সিনিয়র ম্যানেজার কৃষিবিদ মুহাম্মদ হুমায়ূন কবীর এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাকৃবির কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের সাবেক পরিচালক প্রফেসর ড. মোঃ আবদুল মোমেন মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রুহুল আমিন এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৬০ জন কৃষক কৃষাণীর মাঝে ৩ (তিন)টি করে মোরগ-মুরগি বিনামূল্যে বিতরণ করা হয়।

Publish Date: 16 Apr, 2025