logo

Bangladesh Agricultural University (BAU)

কর্মকর্তাদের অধিকমাত্রায় পরিষেবা প্রদানের সামর্থ অর্জন করতে হবে -বাকৃবি ভাইস-চ্যান্সেলর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পনা ও উন্নয়ন শাখার উদ্যোগে এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই) এর আয়োজনে ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার জিটিআই শ্রেণিকক্ষে সকাল ১০.০০ টায় "উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ ও বাস্তবায়ন"শীর্ষক তিন দিনব্যাপী(১৫-১৭ এপ্রিল ২০২৫ ) প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দীন ভূঞা। জিটিআই পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে এবং প্রফেসর ড. এ কে এম রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন, ট্রেজারার প্রফেসর ড.হুমায়ুন কবির, প্রফেসর ড. মো: মোজাম্মেল হক, বাউএক পরিচালক প্রফেসর ড. মো: নাছিরউদ্দিন, পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহযোগী পরিচালক প্রফেসর ড. দীন ইসলাম প্রমুখ। প্রশিক্ষণের ১ম দিনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব মো: সাইফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত প্রশিক্ষনার্থীদের শুভেচ্ছা জানিয়ে সরকারি টাকার সর্বোচ্চ সদ্বব্যবহারের নির্দেশণা প্রদান করেন। তিনি প্রতিটি প্রশিক্ষণার্থীকে পরিষেবা প্রদানকারী হিসাবে সক্ষমতা সম্পন্ন কর্মকর্তা হিসেবে গড়ে ওঠার আহবান জানান এবং তাদের কর্মজীবনে দক্ষতার মাধ্যমে সুশাসনের নজীর স্থাপন করার পরামর্শ দেন যেন ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় তথা সমাজ তাদের কথা স্মরণ করে ।
উল্লেখ্য , বাকৃবির অধিকতর উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ৩ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার ২৫জন কর্মকর্তা অংশগ্রহণ করেন ।

Publish Date: 15 Apr, 2025