বাকৃবিতে "জীববৈচিত্র্য এবং জীবিকার জন্য মৌমাছি পালন" বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের আয়োজনে এবং তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে ‘জীববৈচিত্র্য এবং জীবিকার জন্য মৌমাছি পালন' বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ১৩ এপ্রিল ২০২৫, রবিবার বেলা ১২:০০টায় বাকৃবি জার্মপ্লাজম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর ৩ মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান। তিনি আরো বলেন, বায়োডাইভারসিটি না হলে প্রকৃতির ভারসাম্য থাকবে না, জীবন জীবিকার জন্য কৃষি উপাত্ত থাকবেনা, এটি মহান আল্লাহ প্রদত্ত একটি কাঠামো, যার মধ্যে আমরা জীবন যাপন করছি।প্রশিক্ষনার্থীগণের মাধ্যমে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান যেন নিজ নিজ উপজেলায় কৃষক এবং বেকার যুবকদের মাঝে ছড়িয়ে দেয়া যায় এবং একই সঙ্গে এই প্রশিক্ষণ যেন চলমান থাকে তিনি সে আশাবাদ ব্যক্ত করেন ।কীটতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ড. মাসুম আহমাদ, প্রফেসর ড. মাহবুবা জাহান, জার্মপ্লাজম সেন্টার এর পরিচালক প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, বাউরেস পরিচালক প্রফেসর ড. মোঃ হাম্মাদুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মোশাররফ উদ্দীন ভূঞা, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ হুমায়ুন কবীর এবং প্রক্টর প্রফেসর ড. মোঃ আবদুল আলিম। এছাড়াও বিভিন্ন অনুষদীয় শিক্ষকবৃন্দ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।