বাকৃবি ভিসি সচিবালয়ের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি সচিবালয়ের আয়োজনে সোমবার (২৪ মার্চ ২০২৫) বিকাল ৫.৩০টায় ভাইস-চ্যান্সেলরের বাসভবনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার উপস্থিতিতে মঞ্চে উপবিষ্ট ছিলেন সিন্ডিকেট সদস্য প্রফেসর(অব:) ড. মঈনুদ্দীন আহমেদ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট এর মহাপরিচালক এবং বাকৃবি সিন্ডিকেট সদস্য ড. আবুল কালাম আজাদ এবং সিন্ডিকেট সদস্য মো: রাকিব উদ্দিন। এছাড়াও উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির সদস্য প্রফেসর (অব:) মোঃ শাহজাহান এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্য অধ্যাপক শেখ আমজাদ আলী মঞ্চে উপবিষ্ট ছিলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষা বিভাগীয় প্রধানগণ, প্রভোষ্ট কাউন্সিলের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটুটরি অফিসার, শাখা/অফিস প্রধান এবং বিভিন্ন অফিসের দায়িত্বে নিয়োজিত পরিচালকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় পরিবারের সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এবং সুন্দর সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য মহান রবের রহমত কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. মুফতি মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান।