বাকৃবি শিক্ষক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে রবিবার (১৬ মার্চ ২০২৫ )বিকাল ৫.৩০টায় বাকৃবি কমিউনিটি সেন্টারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস-চ্যান্সেলর বাকৃবি প্রফেসর ড. মো: মোশাররফ হোসাইন মিঞা এবং কীটতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মো:শাহাজাহান। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকারের সঞ্চালনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, বিভিন্ন শিক্ষা বিভাগীয় প্রধান, বিভিন্ন অফিস প্রধানসহ সকল স্তরের শিক্ষকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।