বাকৃবিতে 'বার্ষিক গোপনীয় প্রতিবেদন লিখন' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল( আইকিউএসি) এর উদ্যোগে এবং ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার পৃষ্ঠপোষকতায় অত্র বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, সকল শিক্ষা বিভাগীয় প্রধানসহ সর্বোমোট ৫৮টি ইউনিট প্রধানবৃন্দের অংশগ্রহণে ১২ মার্চ ২০২৫, বুধবার সকাল ১০.০০টায় আইকিউএসি কনফারেন্স রুমে 'বার্ষিক গোপনীয় প্রতিবেদন লিখন' শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক এবং রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ(মহিলা), ময়মনসিংহ এর অধ্যক্ষ প্রফেসর মুসফীক আহম্মদ। আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাকৃবি সিন্ডিকেট সদস্য ও কৃষি অনুষদীয় ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান।বক্তব্য রাখেন ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. বাহানুর রহমান । প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো: শহীদুল হক প্রশিক্ষণার্থী সকল ইউনিট প্রধানদের জন্যে শুভকামনা জানিয়ে উক্ত কর্মশালার মাধ্যমে এসিআর লিখন, মূল্যায়ন এবং এসিআর এর গোপনীয়তা সংরক্ষণের বিষয়ে সবাইকে যত্নশীল হওয়ার পরামর্শ দেন।
দিনব্যাপী এ কর্মশালায় ৫৮জন প্রশিক্ষণার্থী ছাড়াও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহেদ রেজা এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।