logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে প্লাস্টিক বোতলজাত পানির ব্যবহার বন্ধের নির্দেশনা দিলেন ভাইস-চ্যান্সেলর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগের আয়োজন  "ট্রান্সবাউন্ডারি মাইক্রোপ্লাস্টিকস কন্টামিনেশনস  ইন ফিস এন্ড এক্যুয়াটিক ফুড চেইন এলং ব্রম্মপুত্র রিভার" শীর্ষক একটি  সেমিনার ২৭ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১.০০টায়  ফ্যাকাল্টির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সেমিনারে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে এবং প্রজেক্ট প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর ড. হারুনুর রশীদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট কো-পিআই এবং  সহযোগী প্রফেসর  ড.  কাইজার আহমেদ সুমন।  অনলাইনে বক্তব্য রাখেন ভারত থেকে রাজদীপ দত্ত(কো-পিআই) এবং ভুটান থেকে গীতা দাহল(কো-পিআএসময় অন্যান্যের মাঝে  উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: সামছুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ, প্রফেসর ড. মো:আলী রেজা ফারুক, প্রফেসর ড.মো: ইসমাইল হোসেন, প্রফেসর ড.শাহরোজ মাহেন হকসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, গবেষকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।  প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন এই সেমিনারের প্রতিপাদ্য বিষয় থেকে আমরা এটা বুঝতে পারছি যে মাইক্রোপ্লাস্টিকের ব্যবহারজনিত কারণে খাদ্যশৃংখলজনিত দূষণে ভারত এবং বাংলাদেশের অবস্থান অধিক ঝুঁকিপূর্ণ। তিনি সেমিনারে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে তাঁর নিজস্ব ক্ষমতাবলে এখন থেকেই বাকৃবির সকল অফিসে প্লাস্টিক পানির বোতল ব্যবহার বন্ধের নির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতে কোন অফিসে প্লাস্টিক বোতল ব্যবহার হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য অত্যন্ত সময়োপযোগী এই সেমিনারে তিনটি দেশের গবেষকগণ সরাসরি ও ভার্চুয়ালী যুক্ত ছিলেন।

Publish Date: 27 Feb, 2025