logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে শিক্ষকদের জন্যে প্রশিক্ষণ সমাপনীতে সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই) এর ব্যবস্থাপনায় “উন্নয়ন প্রকল্প প্রণয়ণ, প্রক্রিয়াকরণ ও বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণী ২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার দুপুর ১২.০০ টায় কৃষি সম্প্রসারণ ভবনের জিটিআই শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো:বাহানুর রহমান। জিটিআই-পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে এবং সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন প্রফেসর ড. মো: আবুল হাশেম এবং প্রফেসর ড. মাহবুবা জাহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন রিসোর্স পারসন ড. রণজিৎ কুমার সরকার। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন এই তিন দিনের লার্ণিং থেকে প্রশিক্ষণার্থীরা উপকৃত হয়েছেন এমনটা তিনি বিশ্বাস করেন। তিনি রিসোর্স পারসনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো বেশি রিসোর্স পারসন আনতে জিটিআই কর্তৃপক্ষকে পরামর্শ দেন এবং সিনিয়র শিক্ষকদের জন্যে নতুন নতুন বিষয়বস্ত নিয়ে ভার্চুয়াল প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্যে অনুরোধ জানান।তিনি উপস্থিত সকল শিক্ষকবৃন্দকে সফলভাবে ট্রেনিং সম্পন্ন করার জন্যে ধন্যবাদ এবং অভিনন্দন জানান।
উল্লেখ্য যে তিন দিনের এই প্রশিক্ষণে বিভিন্ন বিভাগের ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন এবং প্রধান অতিথি তাদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।

Publish Date: 26 Feb, 2025