বাকৃবিতে স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টার এর ব্যাবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীদের জন্য তিন দিনব্যাপী 'বীজের গুণমান ও স্বাস্থ পরীক্ষা'শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ০৯.০০ টায় গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। এসময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন পরিশ্রম সফলতার চাবিকাঠি, পরিশ্রম ছাড়া জীবনে কোন কিছু অর্জন করা যায় না, ভালো বীজ কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারকে কৃষির জন্য আরো উপযোগী করে গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহবান জনান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান, বাকৃবির কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. হুমায়ূন কবির, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জান সরকার, এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. আহমদ খাইরুল হাসান এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান প্রফেসর ড. কে. এম. গোলাম দস্তগীর। গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টার এর পরিচালক প্রফেসর ড. মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে এবং সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা এবং কোর্স কোঅর্ডিনেটর কৃষিবিদ ড. মোঃ মাহমুদুল হাসান চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল, প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন ও ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান।