logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবির শিক্ষকদের জন্য “উন্নয়ন প্রকল্প প্রণয়ণ, প্রক্রিয়াকরণ ও বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে এবং জিটিআই এর ব্যবস্থাপনায় “উন্নয়ন প্রকল্প প্রণয়ণ, প্রক্রিয়াকরণ ও বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ০৯.৩০ টায় কৃষি সম্প্রসারণ ভবনের জিটিআই শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, কৃষি ক্ষেত্রে বাকৃবির অবদান সর্বজন স্বীকৃত, কিন্তু জাতীয় অর্থনীতিতে গার্মেন্টস সেক্টর এবং রেমিটেন্স এর অবদান যেভাবে স্বীকৃত, কৃষির অবদান বিষয়ে স্বীকৃতি প্রদানে তেমনভাবে অনেকেই উচ্চকণ্ঠ নয়। তাই জাতীয় অর্থনীতিতে কৃষির অবদানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে এবং নিজেকেও সেভাবে প্রস্তুত করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি'র সিন্ডিকেট সদস্য ও কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান এবং শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন ও জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
জিটিআই-পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে এবং প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ মোশাররফ উদ্দিন ভূঞা।

Publish Date: 24 Feb, 2025