বাকৃবিতে 'এসিআইএআর' অর্থায়নে সয়েল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ এর অর্থায়নে সয়েল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার সকাল ১০.৩০টায় বাকৃবিস্থ কৃষি অনুষদের কনফারেন্স হলে "ডেভেলপিং এন্ড ট্রান্সলেটিং সয়েল হেলথ্ ইনফরমেশন ইন বাংলাদেশ উইথ ফারমার্স এন্ড ফর ফারমার্স টু বিল্ড রেসিলেন্ট এগ্রিকালচারাল সিস্টেমস" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত। গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সাসটেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন ও বাংলাদেশ মৃত্তিকা সম্পদ গবেষণা ইন্সটিটিউট এর অংশদ্বারিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি রিসার্চ সিস্টেম এর পরিচালক প্রফেসর ড.মো: হাম্মাদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর নিল মেনজিস,কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড.নাথুরাম সরকার, মৃত্তিকা সম্পদ গবেষণা ইন্সটিটিউট এর মহাপরিচালক ড. বেগম শামীমা সুলতানা,বাকৃবি কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মাসুম আহমাদ, এসি আইএআর এর সয়েল এন্ড ম্যানেজমেন্ট প্রোগ্রাম লিডার ড. স্টিভ ক্রিম্প।প্রজেক্ট লিডার হিসেবে উপস্থিত ছিলেন এসিআইআর এর প্রজেক্ট লিডার ড.চেংগ্রং চেন এবং প্রফেসর ড. বিপ্লব কুমার সাহা, এসিআইআর বাংলাদেশ প্রজেক্ট লিডার। এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক,অন্যান্য আমন্ত্রিত শিক্ষকবৃন্দ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট এর সয়েল সায়েন্স ডিভিশনের বিজ্ঞানীবৃন্দ, মৃত্তিকা সম্পদ গবেষণা ইন্সটিটিউট এর বিজ্ঞানীবৃন্দ,এম.এস অধ্যয়নরত ছাত্র-ছাত্রীবৃন্দসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ এর এই প্রজেক্টে মোট বাজেট বরাদ্দ ১২০০০৯৭ অস্ট্রেলিয়ান ডলার এবং বাংলাদেশে পরিচালিত এই প্রজেক্টের মেয়াদ ২০২৯ সালে শেষ হবে।