logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে কর্মকর্তাদের সরকারি ক্রয় নীতিমালা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের উদ্যোগে এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার অর্থায়নে ২২ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার লাইব্রেরী ভবনের ৩য় তলায় অবস্থিত আইকিউএসি কনফারেন্স রুমে সকাল ১০.০০ টায় 'পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টস এন্ড রেগুলেশনস'শীর্ষক তিনদিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দীন ভূঞা। এছাড়াও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহেদ রেজা এবং প্রশিক্ষক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক(সিভিল অডিট ডাইরেক্টরেট) কাজী রাশিদুল আজম ।প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত প্রশিক্ষনার্থী কর্মকর্তাদের বলেন , যারা এই ট্রেনিংয়ে এসেছেন সেটা তাদের জন্যে নিজেকে উন্নয়নের একটা বড় সুযোগ। সরকারি অর্থে পরিচালিত এই প্রশিক্ষণে প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং সরকারি টাকার সাশ্রয়ের লক্ষ্যে এবং আর্থিক অপচয়/অনিয়ম দূরীকরণে এই প্রশিক্ষণ কর্মকর্তাদের পেশাগত জীবনে কাজে লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি উপস্থিত কর্মকর্তাদের কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করার আহবান জানান।
উল্লেখ্য , ৩দিন ব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন ।

Publish Date: 22 Feb, 2025