কেবি কলেজের বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (১৭ ফেব্রুয়ারী ২০২৫), সকাল ০৯ঃ০০ টায় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ ড. মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হক, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাকৃবির কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মাসুম আহমাদ, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ সামছুল আলম ভূঁঞা এবং প্রকৌশল শাখার সাবেক পরিচালক প্রকৌশলী মোঃ শাহীন ইসলাম খান।