logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৪-২০২৫ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র‍্যাজুয়েট প্রোগ্রামের আওতায় স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক(সন্মান) শ্রেণীর প্রথম বর্ষের  'বিজ্ঞান ইউনিট' এর ময়মনসিংহ কেন্দ্রের ভর্তি পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার (১৫/০২/২৫) সকাল ১১.০০ থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবছর অত্র বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের আওতাধীন ১৮টি অঞ্চলে মোট ১৭৭টি কক্ষে সর্বমোট ৮৭২৮ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থাপনা হয়েছে।

ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের  বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন বাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল  হক ভূঁইয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হক , রেজিস্ট্রার  কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন, প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিল পরিচালক প্রফেসর ড. মোঃ আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী প্রক্টর প্রফেসর ড. সোনিয়া সেহেলী, প্রফেসর ড. মোঃ ইলিয়াস হোসেন, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং ডেপুটি রেজিস্ট্রার -১ ড. এ.কে.এম. মাহবুবুর রশীদ গোলাপ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনিক বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিবর্গ, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং  গণমাধ্যমের প্রতিনিধিগণ। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বিভিন্ন হল পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান যে, ভর্তিপরীক্ষা অত্যন্ত সু্ষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরীক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষক-কর্মকতাবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট এই বিশ্ববিদ্যালয়ের সকলকে ও আইনশৃঙ্খলা বাহিনীর সবাইকে পূর্ণ সহযোগীতার জন্যে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে, এবার বাকৃবি কেন্দ্রের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর গড় উপস্থিতি ৮৩.৫২%। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ জয়নাল আবেদীন ডিন, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বাকৃবি এবং ইউনিট সমন্বয়কারী হিসেবে ছিলেন প্রফেসর ড. মোঃ রুহুল আমিন ডিন, পশুপালন বিজ্ঞান অনুষদ, বাকৃবি। বাংলাদেশের মোট ৮ টি বিভাগে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Publish Date: 15 Feb, 2025