বাকৃবিতে হিসাব রক্ষণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন


- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের উদ্যোগে ১৪ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার লাইব্রেরী ভবনে অবস্থিত আইকিউএসি কনফারেন্স রুমে সকাল ১০.০০ টায় "হিসাব শাখার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি" শীর্ষক দুইদিন ব্যাপী এক কর্মশালার উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদীয় ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান। আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার এর সভাপতিত্বে এবং আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহেদ রেজা'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন, ট্রেজারার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. হুমায়ুন কবির। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিচালক(অর্থ ও হিসাব) মোঃ রেজাউল করিম হাওলাদার। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার এই কর্মশালার মাধ্যমে বাকৃবির হিসাব শাখার কর্মকর্তাদের অধিকতর দক্ষতা উন্নয়ন হবে এই আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান উপস্থিত কর্মকর্তাদের বলেন যে, শেখার কোন শেষ নেই এবং প্রতিটি ট্রেনিংয়ে আমরা নতুন কিছু শিখি এবং পুরনো শেখা বিষয়গুলো নতুন করে চর্চা করা হয়। তিনি বলেন অনাগত দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মকর্তাদের অধিকতর দক্ষতা বৃদ্ধির জন্যে এধরণের ট্রেনিংয়ের বিকল্প নেই।
উল্লেখ্য যে, ২ দিন ব্যাপী উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষণ শাখার ৩৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন ।