logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে ১০তলা বিশিষ্ট ছাত্র হলের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ছাত্রদের আবাসন সংকট নিরসনে শহীদ  জামাল হোসেন হলের স্থানে ১২০০ ছাত্রের আবাসন সুবিধা এবং অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি নতুন ১০তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। বুধবার ১২ ফেব্রুয়ারী,২০২৫ দুপুর ১২.০০টায় 'শহীদ জামাল হোসেন'' নামের ছাত্র হলটির পুণ:নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি পরে উক্ত হল এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন । এসময়ে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কৃষি অনুষদীয় ডিন প্রফেসর ড. জি.এম মুজিবর রহমান,ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড.মো: শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড.মো: রফিকুল ইসলাম সরদার , বাউরেস পরিচালক প্রফেসর ড.মো: হাম্মাদুর রহমান,রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো:হেলাল উদ্দীন,পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ,পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো:মোশাররফ উদ্দীন ভূঞা, প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির,আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোঃ রোস্তম আলী, জামাল হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড.মোহাম্মদ শাহজাহান মঞ্জিল,পরিচালক পরিবহন প্রফেসর ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, প্রফেসর ড. মো: মোজাম্মেল হক,, প্রধান প্রকৌশলী(ভারপ্রাপ্ত )মোহাম্মদ আতিকুর রহমান,অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহঃ এনামুল হকসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা এবং  কর্মচারীবৃন্দ।উল্লেখ্য যে ১৭১৮০ বর্গমিটার আয়তনের এই ভবনটির জন্যে  প্রাক্কলিত ৮৬ কোটি ৯৪ লক্ষ টাকার বিপরীতে ৭৮ কোটি ২৪ লক্ষ ৬০ হাজার ৬৭৭টাকায় কার্যাদেশকৃত এই নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান নুরানী কনস্ট্রাকশন লিমিটেড, ঢাকা এবং নির্মান কাজ বাস্তবায়নে প্রকৌশল শাখা, বাকৃবি, ময়মনসিময়মনসিংহ। 

Publish Date: 12 Feb, 2025