logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে কৃষি প্রকৌশলীদের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে কৃষির টেকসই উন্নয়ন এবং লাভজনক কৃষি নিশ্চিতকরনের লক্ষ্যে  দেশে প্রথমবারের মতো কৃষি প্রকৌশলীদের অংশগ্রহণের মাধ্যমে 'ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এগ্রিকালচার মেশিনারি এ্যান্ড বায়োরিসোর্স ইঞ্জিনিয়ারিং'শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে ১২ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার সকাল ৯.০০টায় দুইদিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল  হক ভূঁইয়া।

বাংলাদেশ সোসাইটি অব এগ্রিকালচারাল  মেশিনারি এন্ড বায়োরিসোর্স ইঞ্জিনিয়ারিং  এবং বাকৃবির ফার্ম পাওয়ায় এন্ড মেশিনারি বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন   সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক প্রফেসর ড. মো: আব্দুল আওয়াল এবং  গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন  এফএও বাংলাদেশ প্রতিনিধি ড. জিয়াওকুন শি,বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ড.নাজনীন কাদির করিম,বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এর মহাপরিচালক ড.মো: আবদুল্লাহ ইউসুফ আকন্দ,এসিআই মটরস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস।এছাড়াও আরো উপস্থিত ছিলেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট এর মহাপরিচালক সহ অন্যান্য আমন্ত্রিত দেশি-বিদেশি বিজ্ঞানী, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, কৃষকবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন আইসিএএমবিই-২০২৫ এর সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী।প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া  ১৯৫২ সন থেকে ২০২৪ সন পর্যন্ত যারা দেশের জন্য, সমাজে সত্য এবং  ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি চতুর্থ কৃষিবিপ্লব বাস্তবায়নের লক্ষ্যে কৃষি যান্ত্রিকীকরণের উপর জোর দেন এবং বাংলাদেশের কৃষকদের আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে কৃষি যান্ত্রিকীকরণের উচ্চমুল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে বিএডিসি'র  সমবায় সমিতির ন্যায় কার্যক্রমের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দেন। প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন  আমাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি যান্ত্রিকীকরণের কোন বিকল্প নাই। তিনি এধরণের সম্মেলন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন  কৃষি মন্ত্রণালয় ইতিমধ্যেই এ বিষয়ে উল্লেখযোগ্য কিছু ব্যাবস্থা নিয়েছে এবং তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে  বাংলাদেশ চতুর্থ কৃষি বিপ্লব অর্জনের লক্ষ্যে সরকার কৃষি যান্ত্রিকীকরণে অধিকতর মনোনিবেশ করবে।এর আগে  সকালে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান  এবং ভাইস-চ্যান্সলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইয়া ক্যাম্পাসে দুই দিনব্যাপী কৃষি যন্ত্রপাতি ও কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেছেন।

Publish Date: 12 Feb, 2025