বাকৃবি'র পশুপালন অনুষদে গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু পালন অনুষদের আয়োজনে সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ১২.০০টায় অনুষদীয় কনফারেন্স হলে একই অনুষদের তিনজন কীর্তিমান গ্রাজুয়েটকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধিত গুণী ব্যক্তিবর্গ হলেন বাকৃবি'র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব এবং বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইন্সটিটিউট এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক। পশুপালন অনুষদের ডিন ড. মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এবং পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. বাপন দে'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডেয়রি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী। তিনি খ্যাতিসম্পন্ন গুনী ব্যাক্তিবর্গের শিক্ষা এবং কর্মজীবনের উপর সংক্ষিপ্ত বিবরণী উপস্থাপনা করেন। বিশেষত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া'র শিক্ষা জীবনের ঈর্ষণীয় রেজাল্ট, শিক্ষকতা জীবনের অসাধারণ সুনাম এবং গবেষণা কার্যক্রমে ব্যাপক সফলতা ও অর্জন মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন। পরবর্তীতে পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রুহুল আমিন বাকৃবি ভাইস-চ্যান্সেলর এবং মহাপরিচালক বি.এল.আর. আই কে ফুলেল শুভেচছা ও ক্রেস্ট প্রদান করেন। প্রফেসর ড. মাছুমা হাবিবের পক্ষে ফুল ও ক্রেস্ট গ্রহণ করেন একই অনুষদের শিক্ষক প্রফেসর ড. মোঃ শওকত আলী। পশু পালন অনুষদের বিভিন্ন বিভাগের পক্ষে প্রফেসর ড. মোঃ সামছুল আলম ভু্ইয়া, প্রফেসর ড. মোঃ রকিবুল ইসলাম খান, প্রফেসর ড. খান মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশীদ এবং প্রফেসর ড. মোঃ শওকত আলী এই তিন গুনীজনের শিক্ষা এবং কর্মজীবনের স্মৃতিচারণমূলক আলোচনা করেন এবং তাদের নিকট থেকে ভবিষ্যতে অধিকতর সহযোগীতা প্রত্যাশা করেন।পরবর্তীতে বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশন এর সভাপতি প্রফেসর ড. মোঃ আবুল হাশেম, ইউজিসি প্রফেসর ড. সচ্চিদানন্দ দাশ চৌধুরী এবং ড.শাকিলা ফারুক বক্তব্য রাখেন।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া তার বক্তব্যে উপস্থিত সকলকে পেশাগত জীবন গঠনে অন্যের মুখাপেক্ষী না হয়ে স্বপ্রণোদিতভাবে নিজ নিজ কাজে নিষ্ঠার সঙ্গে মনোনিবেশের মাধ্যমে অনুষদের এবং বিশ্বাবিদ্যালয় তথা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহবান জানান। তিনি ভবিষ্যতে বি.এল.আর.আই ও ইউজিসি থেকে সহযোগীতার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে পশুপালন অনুষদের ৫ বিভাগের শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।