বাকৃবিতে 'সীড কোয়ালিটি এন্ড হেলথ্ টেষ্টিং' বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থীদের অংশগ্রহণে 'বীজের গুনগত মান এবং স্বাস্থ্য পরীক্ষা' বিষয়ক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী ২৯ জানুয়ারি ২০২৫, বুধবার অনুষ্ঠিত হয়েছে। উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি কার্যালয়ের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: সামসুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মসুচীর উদ্বোধন ঘোষণা করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.হুমায়ুন কবির,প্রফেসর ড. আহমদ খায়রুল হাসান, প্রফেসর ড. এ.কে.এম. গোলাম দস্তগীর এবং ড.মো: আতিক উস সাঈদ।
সীড প্যাথলজি সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো: আইয়ুব আলী'র সভাপতিত্বে এবং কৃষিবিদ ড. পুর্ণিমা দে'র সঞ্চালনায় প্রশিক্ষণের বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দেন সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর কৃষিবিদ ড.মো: মাহমুদুল হাসান চৌধুরী।অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন প্রফেসর ড. মো: শাহজাহান মঞ্জিল,প্রফেসর ড.মোহাম্মদ আলী হোসেন সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো: সামসুল আলম বলেন প্রশিক্ষণের কোন বিকল্প নেই এবং ভালো বীজে ভালো ফসল। বীজে কমপক্ষে ৭৫% জার্মিনেশন থাকতে হবে, ভবিষ্যতে খাদ্যনিরাপত্তায় ও পুস্টিনিরাপত্তায় এধরনের ট্রেনিং অধিকমাত্রায় আয়োজনের তাগিদ দেন এবং বিভিন্ন কোম্পানির সাথে কোলাবোরেশানে এধরনের প্রশিক্ষণ পরিচালনা করার পরামর্শ দেন।
উল্লেখ্য দিনব্যাপী এ প্রশিক্ষণে সর্বমোট ২০ জন স্নাতকোত্তর ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন ।