বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের বিদায়ী ও গুণী শিক্ষদের সংবর্ধনা প্রদান
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেনেরিনারি অনুষদ কর্তৃক আয়োজিত বিদায়ী ও গুণী শিক্ষকদের সংবর্ধনা গত (২০ জুলাই ২০১৯) শনিবার ভেনেরিনারি অনুষদের মেডিসিন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান, ভেনেরিনারি অনুষদের ডীন এবং প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. নাজিম আহমাদ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, ভেটেরিনারি অনুষদের বিদায়ী ও গুণী শিক্ষকবৃন্দ তাদের কর্মমান্ডের মাধম্যে আমাদের মাঝে স্বরণীয় হয়ে থাকবেন।
বিদায়ী শিক্ষকবৃন্দ হচ্ছেন প্রফেসর ড. মো. ইকবাল হোসেন, প্রফেসর ড. মো. আব্দুস সামাদ এবং প্রফেসর ড. মোঃ প্রিয় মোহন দাস । গুণী শিক্ষকগণ হচ্ছেন প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম এবং প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান। অনুষ্ঠানে বিদায়ী ও গুণী শিক্ষকদের বিভিন্ন কর্মকান্ডের ওপর আলোকপাত করে অনুষদের শিক্ষকগণ বক্তব্য রাখেন।