logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৯ উদযাপিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) জুলাই -২০। মাৎস্যবিজ্ঞান অনুষদ কর্তৃক আয়োজিত  বর্ণাঢ্য শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন করা হয়েছে। ‘মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে নিয়ে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে। মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সকাল ১০টায় মাৎস্যবিজ্ঞান অনুষদের সামনে থেকে ব্যানার, প্লেকার্ড, ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্রহ্মপুত্র নদে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে র‌্যালিটির উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান। পরে প্রধান অতিথি প্রফেসর ড. লুৎফুল হাসান ব্রহ্মপুত্র নদে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বাংলাদেশ মৎস্য সম্পদে দ্রুত এগিয়ে যাচ্ছে। এই সেক্টরের উন্নয়নে মৎস্যবিজ্ঞানী, শিক্ষক, খামারী সবাইকে একযোগে কাজ করতে হবে। যেসব গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে সেগুলো মাঠ পর্যায়ে সম্প্রসারণ করলে মৎস্য সেক্টর আরও এগিয়ে যাবে। সকল জলাশয়কে মাছ চাষের উপযোগী করে গড়ে তুলতে হবে।
জাতীয় মৎস্য উদযাপন কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ সাজ্জাদ হোসেনের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান মাৎস্যবিজ্ঞান অনুষদে ডীন প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ, মৎস্য খামারের অফিসার-ইন-চার্জ প্রফেসর ড. শাহরোজ মাহেন হক, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ এবং জেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুর রউফ। এ সময় ছাত্র বিষয়ক উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, মৎস্যবিজ্ঞানী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Publish Date: 21 Jul, 2019