বাকৃবি ৩য় শ্রেণী কর্মচারি পরিষদ কর্তৃক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান- এর সংবর্ধনা প্রদান
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) জুলাই ১৬ঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৩য় শ্রেণী কর্মচারি পরিষদ কর্তৃক নব-নিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান - এর সংবর্ধনা গত (১৬ জুলাই ২০১৯) মঙ্গলবার টি.এস.সি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
তৃতীয় শ্রেণী কর্মচারি পরিষদ এর সভাপতি মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে
অনুষ্ঠানে অন্যানের মাঝে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ছোলায়মান আলী ফকির, সহকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা সহযোগী প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম, প্রোক্টর প্রফেসর ড. মোঃ আজহারুল হক এবং ৩য় শ্রেণী কর্মচারি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের সমন্বয়ে। তাই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এবং দূর্নীতি মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হলে সকলকে পারস্পারিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে। এ ব্যপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অচিরেই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী স্বাস্থ্য বীমার আওতায় আসবে উল্লেখ করে ভাইস-চ্যান্সেলর কর্মচারিদের যৌক্তিক দাবীসমূহ আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্মচারি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।