logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে নিরাপত্তা বাহিনী কর্তৃক সংঘবদ্ধ ছিনতাইকারীদলের ৪ সদস্য আটক


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) জুলাই ১১ ঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাবাহিনী কর্তৃক গত (১১ জুলাই ২০১৯) বৃহস্পতিবার একটি প্রাইভেট কারসহ সংঘবদ্ধ অটো ছিনকারীদলের ৪ সদস্য আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে  যথাক্রমে আরব আহম্মেদ বেলাল, বয়স আনুমানিক -৩৫, থানা -শিবচর, জেলা-মাদারীপুর, মোঃ কামাল হোসেন, বয়স আনুমানিক -৪০, থানা-দুমকী, জেলা -পটুয়াখালী, মোঃ সাত্তার, বয়স আনুমানিক -৪০, থানা-নড়িয়া, জেলা -শরিয়তপুর এবং মোঃ সুমন, বয়স আনুমানিক -৪০, থানা সদর, জেলা-মাদারীপুর। উল্লেখ্য, সংঘবদ্ধ ছিনতাইকারীচক্রটি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় বিস্কুট ও বিভিন্ন ধরনের জুস খাইয়ে অটোচালকদের অজ্ঞান করে ছিনতাই ও প্রতারণা চালিয়ে আসছিল। তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার যার নম্বর ঃ ঢাকা মেট্রো- খ ১৩-১২৬৮, মোট ৯টি বিভিন্ন ধরনের মোবাইল ফোন এবং নগদ ৮৮৩২ টাকা জব্দ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী তাদেরকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়। উল্লেখ্য, ৫সদস্য ছিনতারীকারী চক্রের মধ্যে এক জন পালিয়ে যায় তার নাম মাসুদ মিয়া বাড়ী নেত্রকোনা।

Publish Date: 12 Jul, 2019