logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে স্নাতক শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি), ময়মনসিংহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (লেভেল-১,সেমিস্টার-১) শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন ০৯ আগস্ট ২০২৫, শনিবার দুপুর ১২.০০টায়শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাকৃবি ছাত্র বিষয়ক বিভাগের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: জয়নাল আবেদীন, আহবায়ক, ডীন পরিষদ; প্রফেসর ড. মো: রুহুল আমিন, আহবায়ক, প্রভোস্ট পরিষদ; প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম এবং রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন।
ওরিয়েন্টেশন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালনা করেন ওরিয়েন্টেশন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটি-২০২৫ এর সদস্য-সচিব ও সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ। নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে দুইজন ছাত্র-ছাত্রী তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষদ, আবাসিক হল, প্রক্টোরিয়াল টিম এর উর্ধ্বতন অধিকর্তা এবং স্ট্যাটুটরি কর্মকর্তাদের পরিচিতি প্রদানসহ বক্তব্য রাখেন বিশেষ অতিথিবৃন্দ।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শুরুতেই ১৯৫২ থেকে ১৯৬৯, ১৯৭১, ১৯৯০ এবং সর্বশেষ ২০২৪ সনের জুলাই-আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পথপরিক্রমায় সাম্যের ভিত্তিতে গণতান্ত্রিক সমাজ ব্যাবস্থা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা আত্মাহুতি দিয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা, সমবেদনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- পরিবারের যে ভালোবাসা স্নেহ থেকে বেরিয়ে এসে তোমরা এখানে ভর্তি হয়েছো, আমরা চেষ্টা করবো সেই যত্নে বাকৃবি পরিবারে তোমাদের গড়ে তোলার। একইসাথে প্রত্যেক শিক্ষার্থীকে সততা, পরিশ্রম ও দায়িত্বশীলতার অভ্যাস গড়ে তুলে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে। ২০২৪ এর জুলাই পূর্ববর্তী আবাসিক হলগুলোতে যে বিভীষিকাময় পরিবেশ বিরাজমান ছিলো তা শুন্যের কোটায় নামিয়ে আনতে বাকৃবি প্রশাসন সর্বদা সচেষ্ট আছে এবং থাকবে।তিনি এদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবির কৃষিবিদবৃন্দের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এসময় তিনি সকল শিক্ষার্থীকে কঠোর অধ্যাবসায় ও নিয়ম অনুসরণ করে দক্ষ কৃষিবিদ হিসেবে মেধার বিকাশ ঘটিয়ে পরিবার, সমাজ তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ বলেন দেশের খাদ্য নিরাপত্তায় কৃষিখাতে নীরব বিপ্লবের পেছনে বাংলাদেশ কৃষি বিশ্বাবিদ্যালয়ের অসামান্য অবদানের রয়েছে। তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমাদের চেয়েও জ্ঞানে দক্ষতায় কৌশলে চৌকশ অবস্থানে আছো কারণ তোমাদের চোখের সামনে পৃথিবী, আঙ্গুলের স্পর্শে গোটা বিশ্বের তথ্যভান্ডার। ২০২৪ সনের ঐতিহাসিক জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে বর্তমান ছাত্রসমাজ জাতির ক্রান্তিলগ্নে যে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে তাতে এই জাতি ছাত্র সমাজের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে বলে তিনি উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন যে, ২০২৪ এ সত্য মিথ্যার ধূম্রজাল থেকে তোমরা যে সুন্দরভাবে সত্যকে বেছে নিয়ে স্বৈরাচার হটিয়ে দেশে গণতন্ত্রের পূনরুজ্জীবন দান করেছো, তা বিশ্ববাসী অপার বিস্ময়ে দেখেছে। তোমাদের মেধা আছে বলেই কৃষি খাতেরএই সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছো এবং এখান থেকেই তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে, দেশকে এগিয়ে নিতে হবে। তিনি সকল নবাগত শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।
পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে ওরিয়েন্টেশন কর্মসুচী প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Publish Date: 10 Aug, 2025