কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে কঠোর পরিশ্রম এবং নিয়মানুবর্তিতা বজায় রাখতে হবে-বাকৃবিতে নবীন শিক্ষকদের উদ্দেশ্যে ভাইস-চ্যান্সেলর


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের জন্য আয়োজিত 'Teaching-Learning Approaches’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়েছে।গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই) এর তত্ত্বাবধানে পরিচালিত ০৩জুলাই ২০২৫, বৃহষ্পতিবার দুপুর ১২.৩০ টায় জিটিআই শ্রেণীকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশু পালন অনুষদের ডিন প্রফেসর ড.মো: রুহুল আমিন এবং উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: সামছুল আলম। জিটিআই পরিচালক প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং লেকচারার আইরিন আক্তারের সঞ্চালনায় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. বেনতুল মাওয়া। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ, আইআইএফএস পরিচালক প্রফেসর ড. মো: মাহবুব আলম, প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম, সহকারী প্রক্টর প্রফেসর ড. সোনিয়া সোহেলি,সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আহমদ খায়রুল হাসান,প্রফেসর ড. বেনতুল মাওয়া, বাউএক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দিন,প্রফেসর ড. একেএম রফিকুল ইসলাম,ভাষা বিভাগের প্রধান প্রফেসর মুহাম্মদ সাজেদুল আরিফীন,প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবীর সহযোগী প্রফেসর মোছা: জান্নাতুন নাহার মুক্তা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত প্রশিক্ষনার্থী শিক্ষকদের অভিবাদন জানিয়ে এই ধরনের প্রশিক্ষণে ভবিষ্যতে আরো দক্ষ যোগ্যতাসম্পন্ন এক্সটার্নাল রিসোর্স পারসন সংযুক্ত করার পরামর্শ দেন। শিক্ষকতা সত্যিকার অর্থেই একটি মহান পেশা এটা উল্লেখ করে তিনি নবীন শিক্ষকদের সঠিকভাবে এবং যথাসময়ে ক্লাস নেয়ার তাগিদ দেন। তিনি একইসাথে ঠিকভাবে পরীক্ষা নেয়া এবং পরীক্ষার পর যত দ্রুত সম্ভব টেবুলেশন সম্পন্ন করে কর্তৃপক্ষের নিকট জমা দেয়ার নির্দেশণা প্রদান করেন। তিনি সিনিয়রদের প্রতি সন্মান বজায় রেখে নিজ নিজ ডিপার্টমেন্টের কলিগ, স্টাফ ও ছাত্র-ছাত্রীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে বলেন। তিনি কঠোর পরিশ্রম এবং নিয়মানুবর্তিতা বজায় রেখে নিজ নিজ কাঙ্খিত লক্ষ্যমাত্রায় পৌছে যেতে সকলের জন্য শুভকামনা প্রকাশ করেন।
উল্লেখ্য , ৫ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩০জন নবীন শিক্ষক অংশগ্রহণ করেন ।