বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ৩৮৮২৯.০০ লক্ষ টাকার বাজেট অনুমোদন

২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ৩৮৮২৯.০০ লক্ষ টাকার বাজেট অনুমোদন পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। বিশ্ববিদ্যালয় কর্তৃক ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য প্রণীত চাহিদা বাজেটে ৪৫৮২৬.৬৯ লক্ষ টাকা প্রদর্শন করা হলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) কর্তৃক ইহার বিপরীতে ৩৮৮২৯.০০ লক্ষ টাকার সিলিং নির্ধারণ করে দেয়া হয়েছে। কমিশন কর্তৃক নির্ধারিত সিলিং-এর মধ্যেই বাজেট রিকাস্ট করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এর সভাপতিত্বে গত ৩০ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট অধিবেশনে বাকৃবি কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. হুমায়ুন কবির ২০২৪-২০২৫ অর্থ বছরের সংশোধিত রিকাস্ট বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থ বছরের মূল বাজেট উপস্থাপন করেন।
বাজেটে ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য সর্বমোট ৩৮৮২৯.০০ লক্ষ টাকার বাজেট অনুমোদিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরের মূল বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) কর্তৃক সরকারী অনুদান হিসাবে ৩৭৪৯৯.০০ লক্ষ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সূত্র থেকে আয় হিসাবে ১৩৩০.০০ লক্ষ টাকাসহ সর্বমোট আয় হিসাবে ধার্য করা করা হয়েছে ৩৮৮২৯.০০ লক্ষ টাকা। উক্ত বাজেটে বেতন-ভাতাদি খাতে (বিশেষ সুবিধাসহ) ১৮৩৬৬.৫০ লক্ষ টাকা, পণ্য ও সেবা বাবদ সহায়তা (সাধারণ) খাতে ৫৩৫৮.৫০ লক্ষ টাকা, পণ্য ও সেবা বাবদ সহায়তা (মেরামত ও সংরক্ষণ) খাতে ৯১৯.৫০ লক্ষ টাকা, পেনশন ও অবসর সুবিধা (অবসর ভোগীদের জন্য বিশেষ সুবিধাসহ) বাবদ ১১৭৫০.০০ লক্ষ টাকা, গবেষণা অনুদান ১৫৩৩.০০ লক্ষ টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা বাবদ সহায়তা খাতে ৭৫.০০ লক্ষ টাকা, অন্যান্য অনুদান ২৮১.৫০ লক্ষ টাকা এবং মূলধন অনুদান ৫৪৫.০০ লক্ষ টাকাসহ সর্বমোট ৩৮৮২৯.০০ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। এছাড়াও ২০২৪-২০২৫ অর্থ বছরের সংশোধিত রিকাস্ট বাজেটে সর্বমোট ব্যয় বরাদ্দ ৩৭৯১৮.৫০ লক্ষ টাকা ব্যয়ের অনুমোদন দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থ বছরের তুলনায় ২০২৫-২৬ অর্থ বছরে ৭.৭১% বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ।বাজেটে ২০২৫-২৬ অর্থ বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা,গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে রাখার লক্ষ্যে পরবর্তীতে সংশোধিত রিকাস্ট বাজেট প্রণয়নকালে বিশ্ববিদ্যালয়ের বাস্তব চাহিদা অনুযায়ী বরাদ্দ নির্ধারণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ রাখা হয়েছে ।