logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবি’র ২০২৩-২৪ সনের বার্ষিক প্রতিবেদন প্রকাশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সম্প্রসারণসহ প্রশাসনিক সার্বিক কর্মকান্ড সম্পর্কে সম্যক ধারণা প্রদানের নিমিত্ত একটি সমন্বিত ও প্রামাণিক গ্রন্থ ‘বার্ষিক রিপোর্ট ২০২৩-২০২৪’ প্রকাশিত হয়েছে। ৩০ জুন ২০২৫ (সোমবার) সকাল ১০.৩০ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ‘বার্ষিক রিপোর্ট ২০২৩-২০২৪’ এর মোড়ক উন্মোচন করেন। এ সময় বাকৃবি সিন্ডিকেট সদস্য মোঃ রাকিব উদ্দীন, মুদ্রণ কমিটির সভাপতি ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হক, কমিটির সদস্য ডিন, ভেটেরিনারী অনুষদ প্রফেসর ড. বাহানুর রহমান, ডিন, পশু পালন অনুষদ প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন, ট্রেজারার (অঃদাঃ) প্রফেসর ড. মোঃ হুমায়ুন কবির, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. এ.কে.এম. আদহাম, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ আক্তারুজ্জামান খান, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার সংস্থাপন শাখা ড. জহিরুল আলম, মুদ্রণ কমিটির সদস্য-সচিব ও উপ-পরিচালক, জনসংযোগ ও প্রকাশনা কৃষিবিদ দীন মোহাম্মদ দীনুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া সংশ্লিষ্ট কমিটির সভাপতিসহ সদস্যবৃন্দদেরকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগতমানসহ বাস্তব অবস্থা পর্যালোচনা, যুগোপযোগী নীতিনির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বার্ষিক প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে অর্জিত সাফল্য সর্বোপরি বাংলাদেশের কৃষি উন্নয়নের প্রশ্নে জাতির নিকট বিশ্ববিদ্যালয়ের জবাবদিহিতার ক্ষেত্রে বার্ষিক প্রতিবেদনটি দলিল হিসেবে বিবেচিত হবে।
প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন, এ বিশ্ববিদ্যালয়ে বিগত প্রায় ২০ বছর বার্ষিক প্রতিবেদন প্রকাশিত না হওয়ায় বিশ্ববিদ্যালয়ে একধরনের স্থবিরতা বিরাজ করছিলো। সেই স্থবিরতা কাটিয়ে পরপর দুইটি বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হওয়ায় সংশ্লিষ্টদের আমি সাধুবাদ জানাই এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন। তিনি পরবর্তী সংখ্যায় আরও কিছু নতুন তথ্য সংযোজনেরও পরামর্শ দেন।

Publish Date: 30 Jun, 2025