logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে পিজিডি-ইন আইসিটি প্রোগ্রামের ১৮তম এবং ১৯তম ব্যাচের উত্তীর্ণদের মাঝে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) এর কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথম্যাটিক্স বিভাগের তত্ত্বাবধানে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি(পিজিডি ইন আইসিটি) প্রোগ্রামের ১৮তম এবং ১৯তম ব্যাচের উত্তীর্ণদের মাঝে সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন ২০২৫ শনিবার বাকৃবি কমিউনিটি সেন্টারে দুপুর ১২:০০টায় অনুষ্ঠিত এই সার্টিফিকেট বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভুইঁয়া। পিজিডি ইন আইসিটি প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. মো: রাকিব হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদে ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো: আবদুল মজিদ ও কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথম্যাটিক্স বিভাগের প্রধান প্রফেসর মুহাম্মদ মোস্তাগীজ বিল্লাহ। এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. মেজবাহ উদ্দিন ও এমডি. সাইফুদ্দিন। সার্টিফিকেট প্রাপ্তদের মধ্য থেকে অভিব্যক্তি প্রকাশ করে বক্তব্য রাখেন মোঃ সুলতান উদ্দিন, ফুয়াদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এই প্রশিক্ষণ আপনাদের জীবনের প্রতিটি স্তরে অবশ্যই কাজে লাগবে। আগে কম্পিউটারের এত বহুল ব্যবহার ছিলনা, এখন প্রায় সব ক্ষেত্রেই এর ব্যবহার হচ্ছে তাই সময় এবং টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এই প্রশিক্ষণ কোর্স পরিচালনা করতে গিয়ে একাডেমিক কার্যক্রমে যেন কোন সমস্যা না নয় সে জন্য তিনি শিক্ষকদের সতর্ক থাকার আহবান জানান। পরে ভাইস-চ্যান্সেলর ১৮তম এবং ১৯তম ব্যচের প্রশিক্ষনার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।

Publish Date: 28 Jun, 2025