logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে আইআইএফএস এর শিক্ষার্থীদের ১ম এবং ২য় ব্যাচের ইন্টার্নশীপ সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি ইন্সটিটিউট ফর ফুড সিকিউরিটি(আইআইএফএস) এর তত্ত্বাবধানে ফুড সেফটি ম্যানেজমেন্ট(বি.এস.সি) কোর্সের প্রথম দুটি ব্যাচের ইন্টার্নশীপ সার্টিফিকেট গিভিং সিরিমনি অনুষ্ঠিত হয়েছে।২৫ জুন ২০২৫, বুধবার সকাল ১১.৩০টায় আইআইএফএস এর কনফারেন্স রুমে এই সার্টিফিকেট বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভুইঁয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদীয় ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জি এম মুজিবর রহমানও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক।এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবিরসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। আইআইএফএস পরিচালক প্রফেসর ড. মো: মাহবুবুল আলম এর সভাপতিত্বে এবং সহকারী প্রফেসর অনরুদ্ধ সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইআইএফএস এর সহযোগী পরিচালক এবং সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী। সার্টিফিকেট প্রাপ্তদের মধ্য থেকে দুইজন ছাত্র-ছাত্রী তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত সবাইকে অভিবাদন ও শুভেচ্ছা জানান। তিনি দুটি ব্যাচের সকলের জন্যে শুভকামনা প্রকাশ করে তাদেরকে গভীর মনোযোগ দায়িত্বশীলতা ও নিয়মানুবর্তিতার সাথে কাজ করার আহবান জানান। তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ইংরেজি মাধ্যমের হলেও ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে কথোপকথনের ক্ষেত্রে ইংরেজির ব্যবহার খুবই সীমিত বলে মন্তব্য করে ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্দ্বির জন্যে সকল ছাত্র-ছাত্রীদের ইংরেজি মাধ্যমে যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন এবং সকলের সফলতা কামনা করেন।
উল্লেখ্য, ১২ ক্রেডিটের এই ইন্টার্শীপ প্রোগ্রামে দুটি ব্যাচে সর্বমোট ৫১ জন ছাত্র-ছাত্রীকে সার্টিফিকেট প্রদান করা হয় এবং বাংলাদেশে প্রথমবারের মতো ছাত্র-ছাত্রীবৃন্দ বিএসটিআই' এ ইন্টার্ণশীপ করার সুযোগ পেয়েছে।

Publish Date: 25 Jun, 2025