logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে 'বাংলাদেশ ও বিশ্ব অর্থনীতি, জাতীয় বাজেট ভাবনা এবং উচ্চ শিক্ষা ও গবেষণা' বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত।

"বাংলাদেশ ও বিশ্ব অর্থনীতি জাতীয় বাজেট ভাবনা এবং উচ্চ শিক্ষা ও গবেষণা" বিষয়ক এক মত বিনিময় সভা মঙ্গলবার (২৪ জুন ২০২৫ ) বিকাল ০৫.০০ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে ভাইস-চ্যান্সেলর এর বাংলোতে অনুষ্ঠিত হয়েছে । উক্ত মত বিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ সংক্রান্ত কমিটির বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন) এমিরেটাস প্রফেসর ড. আনিসউজ্জামান চৌধুরী এবং সভার প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। সভায় প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান, ডিন, কৃষি অনুষদ, প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান, ডিন, ভেটেরিনারি অনুষদ, প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, আহবায়ক, প্রভোস্ট পরিষদ, প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, সভাপতি, শিক্ষক সমিতি, প্রফেসর ড. মোঃ শহীদুল হক, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, রেজিস্ট্রার, ট্রেজারার এবং বিভিন্ন ইনস্টিটিউট ও দফতরের পরিচালকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদস্থ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Publish Date: 24 Jun, 2025