বাকৃবিতে আইকিউএসি আয়োজিত “Adaptation and Implementation of BNQF” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল(আইকিউএসি) এর তত্ত্বাবধানে পশু পালন অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে ২৩ জুন ২০২৫, সোমবার সকাল ১০.০০টায় আইকিউএসি কনফারেন্স হলে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 'এডাপটেশন এন্ড ইমপ্লিমেন্টেশন অব বিএনকিউএফ' শীর্ষক এই কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক এবং পশু পালন অনুষদের ডিন প্রফেসর ড. মো: রুহুল আমীন। আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে ও সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মূল আলোচক কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড.মো: আবুল হাশেম এবং প্রফেসর ড. মো: সামসুল আলম ভূঞা। প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং এই কর্মশালার মাধ্যমে সম্মানিত শিক্ষকবৃন্দ বিশেষভাবে উপকৃত হবেন এমন আশাবাদ ব্যক্ত করেন। তিনি আন্তর্জাতিক পর্যায়ে এ বিশ্ববিদ্যালয়ের র
্যাংকিং কিভাবে আরও উন্নীত করা যায় সে ব্যাপারে পশু পালন অনুষদের শিক্ষকদের দ্রুত পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন। আইকিউএসিকে অধিকতর অগ্রগামী হওয়ার আহবান জানিয়ে বলেন যে আমাদের নতুনভাবে প্রচেষ্টা গ্রহণ এবং অবিরত চেষ্টা চালিয়ে যেতে হবে।তিনি এই কর্মশালার সফলতা কামনা করেন।
উল্লেখ্য, উক্ত সেমিনারে পশু পালন অনুষদের বিভিন্ন বিভাগের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।