logo

Bangladesh Agricultural University (BAU)

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে বাকৃবিতে ১৩তম বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে পশুপালন অনুষদের উদ্যোগে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১৩তম বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ডেয়রি বিজ্ঞান বিভাগ আয়োজিত কর্মসূচির মাঝে ছিল বাকৃবিতে শিশুদেরকে দুধ পান করানো, বর্ণাঢ্য র্যালী, সচেতনতামূলক সেমিনার এবং ক্যারিয়ার কাউন্সেলিং সভা। উল্লেখ্য, দেশে ডেয়রি শিল্পের বিকাশ এবং দুধ ও দুগ্ধজাত পণ্যের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রত্যেক বছর এই দিবসটি পালিত হয়। বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সকাল ১১:০০ টায় পশুপালন অনুষদ থেকে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুল হক। র্যালীটি ক্যাম্পাস প্রদক্ষিন শেষে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গিয়ে শেষ হয়, পরে সেখানে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ডেয়রি বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. এ.কে.এম. মাসুম এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেরর প্রফেসর ড. মোঃ শহীদুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জন্মের পর মানুষের প্রথম খাবার হচ্ছে দুধ। দুধ হচ্ছে সর্বোৎকৃষ্ট সুষম খাদ্য, শারিরীক, মানসিক এবং মেধার বিকাশে দুধের কোন বিকল্প নেই। মেধাবী, স্বাস্থ্য সম্মত এবং শক্তিশালী জাতি গঠনে দুধের কোন বিকল্প নেই। তাই তিনি আমাদের মা দেরকে বাচ্চাদের বেশি করে দুধ এবং দুগ্ধজাত পণ্য খাওয়ানোর আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশু পালন অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, নেসলে গ্রুপের রেবেকা সারমিন এবং আকিজ গ্রুপের আবু নাসের জাহিদ আল মাহমুদ। অন্যানের মাঝে বক্তব্য রাখেন পশু পালন অনুষদের অবসরপ্রাপ্ত প্রফেসর নজমুল হাছান, ডেয়রি বিজ্ঞান বিভাগের অবসর প্রাপ্ত প্রফেসর ড. এম.এ. সামাদ. অবসর প্রাপ্ত প্রফেসর এবং এশিয়ান ইউনিভার্সির ট্রেজারার প্রফেসর ড. মো নুরুল ইসলাম, এনিমেল হাজবেন্ড্রি এসোসিশেন এর সভাপতি প্রফেসর ড. মোঃ আবুল হাসেম ও আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ হারুন অর রশিদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোহাম্মদ আশিকুল ইসলাম। পরে ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর পূর্বে অনুষ্ঠিত স্কুল পর্যায়ে বিভন্ন ক্যাটাগরির বাচ্চাদের চিত্রাংকন প্রতিযোগতা বিজয়ীদের এবং মহিলাদের হোম কিচেন ডেইরি রেসিপি প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে দুগ্ধজাত পণ্য উপদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণও বক্তব্য রাখেন।

Publish Date: 01 Jun, 2025